কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নিউ সিলেট ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আবাসিক হোটেল ‘পায়রায়’ এ ঘটনা ঘটে। এ সময় কক্ষ থেকে অচেতন অবস্থায় এক তরুণীকেও উদ্ধার করা হয়েছে।
হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী, নিহত জাহিদুল (৩০) খুলনার সোনাডাঙ্গা গ্রামের হাফিজুরের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের ছাত্র। আর মেয়েটির নাম তিনা (২৫)। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সোমবার বিকেলে আবাসিক হোটেল পায়রার ৩০১ নম্বর কক্ষে ওঠেন।
মঙ্গলবার রাতে হোটেল কক্ষের দরজা ভেঙে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহিপুর থানার (এসআই) মো. সাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।n24/ns/-



This post has been seen 489 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১