রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র আজ অবরুদ্ধ : ফখরুল

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র আজ অবরুদ্ধ : ফখরুল

নিউ সিলেট ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে গণতন্ত্র রক্ষার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, তা আজ অবরুদ্ধ। আজ সোমবার (২৬ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এখন জেলখানায় আটক। মানুষের বাক স্বাধীনতা নেই। রাজনীতি করার অধিকার নেই। কোথাও গণতন্ত্র নেই। তিনি বলেন, ‘‘আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছি, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে।
স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন।
বিএনপির অঙ্গ ও সহ‌যোগী সংগঠনের নেতারা স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।tr24/ns/-



This post has been seen 328 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১