নির্বাচনী সহিংসতায় টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত ১

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

নির্বাচনী সহিংসতায় টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত ১

নিউ সিলেট ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই একটি ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইকালে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা দিকে এ ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রটি জেলা নির্বাচন কর্মকর্তা স্থগিত করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রায় এক-দেড়শ লোক ব্যালট পেপার ছিনতাইয়ের জন্য কেন্দ্রে হামলা চালালে প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একজন নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল বুধবার দিবাগত রাত ৩টা দিকে সাগরদিঘী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদারের লোকজন ব্যালট পেপারে সিল দিচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের সমর্থকরা সেখানে হামলা চালায়। এসময় স্কুলঘরের ভেতর থেকে হামলাকারীদের প্রতি কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল মালেক (৪৫) নামের ওই গ্রামের এক ব্যক্তি নিহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। কেউ আহত হওয়ার কথা জানা যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ইতিধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে ওই ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে।dt/ns/-



This post has been seen 302 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১