জিয়া চ্যারিটেবল মামলা,১ ডিসেম্বর হাজির না হলে জামিন বাতিল

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

জিয়া চ্যারিটেবল মামলা,১ ডিসেম্বর হাজির না হলে জামিন বাতিল

নিউ সিলেট ডেস্ক ::::   জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ১ ডিসেম্বর আদালতে হাজির না হলে জামিন বাতিল হবে।
বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়া অসুস্থজনিত কারণে আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া সময়ের আবেদন দাখিল করেন।
রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার সময়ের আবেদন মঞ্জুর করে ১ ডিসেম্বর দিন ধার্য করেন।
বিচারক বলেন, ১ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আত্মপক্ষের সমর্থনের জন্য উপস্থিত না হলে তার জামিন বাতিল করা হবে।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বলেন, বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে উপস্থিত না হওয়ায় আমরা সময়ের আবেদন দাখিল করি। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষের সমর্থনের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, ১ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আত্মপক্ষের সমর্থনের জন্য আদালতে উপস্থিত না হলে তার জামিন বাতিল করা হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩।24/11/16-n24/ns/-



This post has been seen 420 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১