হঠাৎ অসুস্থ হয়ে ফখরুল হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

হঠাৎ অসুস্থ হয়ে ফখরুল হাসপাতালে ভর্তি

নিউ সিলেট ডেস্ক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে উত্তরার বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিএনপি মহাসচিব। এর পাশাপাশি তার রক্তচাপও কমে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা ফখরুলের স্বজনরা।
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ শুভর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে ফখরুলের। তাঁর চিকিৎসক বলেন, ‘বুকে ব্যথা এবং প্রেসার কম নিয়ে বিএনপি মহাসচিব হাসপাতালে আসেন। এখন তার পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি আশঙ্কামুক্ত। আশা করি দ্রুত তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনায় অংশ নিতে পারেননি বিএনপি মহাসচিব।dt/ns/-



This post has been seen 323 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১