মেসির জোড়া গোলে বার্সার জয়

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

মেসির জোড়া গোলে বার্সার জয়

নিউ সিলেট ডেস্ক :::::   চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতালান ক্লাব বার্সেলোনা স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে। আর দলের হয়ে দুটি গোলই করেছেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্কটল্যান্ডের ক্লাবটিকে।
বুধবার রাতে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে সেল্টিক পার্কে মুখোমুখি হয় এ দু’দল। এর আগে বার্সা নিজেদের মাঠে সেল্টিকের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৭-০ গোলের জয় পেয়েছিল। আর ওই ম্যাচে মেসি হ্যাটট্রিক করেছিলেন। তবে ফিরতি লেগের ম্যাচে দল গোল উৎসবে মেতে উঠতে না পারলেও সেরা তারকা মেসি ঠিকই জ্বলে উঠেছিলেন। তার নৈপুণ্যেই দল ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
এই ম্যাচে জয়ের ফলে ‘সি’ গ্রুপে থাকা বার্সা পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
এছাড়া অপর ম্যাচে বুরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এর ফলে গ্রুপের শীর্ষস্থানটিও নিশ্চিত হয়ে গেছে বার্সার।
সেল্টিক পার্কে ম্যাচের ২৪তম মিনিটে নেইমারের পাস থেকে দলকে এগিয়ে নেন মেসি। বাঁ-দিক থেকে উঁচু করে ডি বক্সে বল পাঠান নেইমার। আর তা মেসি রক্ষণ ভেঙে ভিতরে ঢুকে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন। এরপর দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে ম্যাচের ৫৫তম মিনিটে। সেল্টিক ডিফেন্ডার এমিলিও আর্তুরো নিজেদের ডি-বক্সে লুইস সুয়ারেজকে টেনে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। আর তা থেকেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
এটি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে মেসির নবম গোল। এ টুর্নামেন্টে মেসির মোট গোলসংখ্যা হলো ৯২টি। আর জাতীয় দল ও ক্লাবের হয়ে এ মৌসুমে তার গোল হয়েছে ১৮ ম্যাচে ২০টি।24/11/16-tr24/ns/-



This post has been seen 320 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১