সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী বাছাই করতে যাচ্ছে আজ বিএনপি। দুই নগরে মেয়র পদে মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎকারের জন্য ডেকেছে দলটি। আজ রবিবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার হবে।
আগামী ১৫ মের ভোটকে সামনে রেখে ১২ এপ্রিলের মধ্যে প্রার্থিতা জমা দিতে হবে। আর এর চারদিন আগে আওয়ামী লীগ প্রার্থী বাছাই করতে আজ সন্ধ্যায় বৈঠক ডেকেছে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের। বিএনপিও সাক্ষাৎকার নেবে একই সময়ে।
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেতে ১০ জন আবেদন ফরম জমা জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন গাজীপুরের সাতজন ও খুলনার তিনজন। গত শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন ওই নেতারা। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র এম এ মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মঞ্জুরুল কবির, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, গাজীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।
খুলনা সিটি করপোরেশনে মেয়র পথে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। এর আগে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার টাকায় প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হয়। আর জমা দেয়ার সময় প্রত্যেকের কাছ থেকে অফেরতযোগ্য জামানত নেয়া হয় ২৫ হাজার টাকা।
দুই নগরে মেয়র পদে কাকে বাছাই করা হবে, সে বিষয়ে আগেভাগেই কিছু বলতে নারাজ বিএনপি নেতারা। তারা জানা, বৈঠকে উপস্থিত না থাকলেও এই সিদ্ধান্ত দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে অবস্থানকারী ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মতামতেই নেয়া হবে। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি