লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : সৌদি আরবে অনুষ্ঠিত গাল্ফ শিল্ড-১-এর সমাপনী অনুষ্ঠান শেষে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগদিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে সৌদি আরবে দুইদিনের সরকারি সফর শেষ একটি বিশেষ ফ্লাইটযোগে স্থানীয় সময় সন্ধ্যা ৬.৫০ মিনিটে লন্ডনের উদ্দেশে দাম্মাম ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
সৌদি বাদশাহ ও দু’টি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে রোববার রাতে সৌদি আরবের দাম্মাম পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।
গত ১৫ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় ৭টা ৩৫ মিনিটে দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ছয় দিনের যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সঙ্গে অভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক (সিএইচওজিএম) এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘অভিন্ন ভবিষ্যৎ অভিগামী’।tr24/ns/-



This post has been seen 278 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১