সরকারি কর্মচারি আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়নি

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

সরকারি কর্মচারি আইন মন্ত্রিসভায় অনুমোদন পায়নি

নিউ সিলেট ডেস্ক :::::   বহুল আলোচিত ‘সরকারি কর্মচারি আইন, ২০১৬ এর খসড়া মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় এই আইনের খসড়াটি উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারি কর্মচারি আইন মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেয়নি। সিদ্ধান্ত হয়েছে, এটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় পেশ করা হোক।
মন্ত্রিসভা আইনটি কেন অনুমোদন দেয়নি, একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা (সরকারি কর্মচারি আইন) ছিল ১৬ ধারার ছোট আইন। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর এটা ৭১টি ধারার অনেক বড় আইনে পরিনত হয়েছে। এজন্য মন্ত্রিসভা বলেছে এটা একটু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। কারণ অনেক বড় পরিবর্তন হয়েছে।
এর আগে গত বছরের ১৩ জুলাই সরকারি কর্মচারি আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এক বছর চার মাসের বেশি সময় পরও খসড়াটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেল না।
সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারিদের জন্য আইন প্রণয়নের বাধ্যবাধকতা ছিল। কিন্ত কোনো সরকারই এ আইন প্রণয়ন করেনি। সরকারগুলো বিধি, নীতিমালা ও প্রয়োজনমতো নির্দেশনাপত্র জারি করে সরকারি কর্মচারীদের পরিচালনা করছে। গত মহাজোট সরকারের সময় আইনটি করার জন্য কয়েক দফা খসড়া প্রণয়ন করা হলেও খসড়ার বিভিন্ন বিধান নিয়ে বিতর্ক ওঠায় তা আর আলোর মুখ দেখেনি।

এছাড়াও ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স ২১ ও মেয়েদের বয়স ১৮ বছরের বিধান রেখে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তবে’ বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থ, আদালতের নির্দেশ ও পিতা-মাতার সম্মতিতে বিধিসম্মত উপায়ে বিয়ের ব্যবস্থা গ্রহণ করা যাবে বলেও আইনে উল্লেখ রয়েছে।24/11/16-tr24/ns/-



This post has been seen 350 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১