নিষ্পাপ নাগিরককে লক্ষ্যবস্তু করলে সহ্য করবো না : নওয়াজ

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

নিষ্পাপ নাগিরককে লক্ষ্যবস্তু করলে সহ্য করবো না : নওয়াজ

নিউ সিলেট ডেস্ক :::::  পাক অধিকৃত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ১০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার একদিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেসামরিক নাগরিক ও অ্যাম্বুলেন্সকে ভারত ইচ্ছাকৃত টার্গেটে পরিণত করলে তা সহ্য করবে না পাকিস্তান।
বৃহস্পতিবার এক উচ্চ-পর্যায়ের বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেন, নিষ্পাপ বেসামরিক নাগিরক বিশেষ করে শিশু ও নারী, অ্যাম্বুলেন্স ও বেসামরিক পরিবহনকে ভারত স্বেচ্ছায় লক্ষ্যবস্তু করলে আমরা তা সহ্য করবো না।
তিনি বলেছেন, লাইন অব কন্ট্রোলের কাছে ভারতীয় সেনাবাহিনীর অব্যাহত অস্ত্রবিরতি লঙ্ঘন সত্ত্বেও পাকিস্তান সর্বোচ্চ সংযম দেখিয়েছে।
এর আগে, বুধবার পাক অধিকৃত জম্মু-কাশ্মিরের লাওয়াত এলাকায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বাস লক্ষ্য করে ভারি গুলি বর্ষণ করেছে। এতে অন্তত ১০ পাকিস্তানি বেসামরিক নাগরিক ও তিন সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেছে। জম্মু-কাশ্মিরের লাওয়াত এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার সময় ওই অ্যাম্বুলেন্সকে ভারতীয় সেনা লক্ষ্য করে হামলা চালায়, এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন।
নওয়াজ শরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে লাইন অব কন্ট্রোলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে সীমান্তরেখার কাছে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।24/11/16-n24/ns/-



This post has been seen 322 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১