নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে সেনা প্রয়োজন নেই : আইভী

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে সেনা প্রয়োজন নেই : আইভী

নিউ সিলেট ডেস্ক ::::   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই উল্লেখ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখন পর্যন্ত নাসিক নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে। আমি এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই নির্বাচন করতে চাই। এখনই সেনা মোতায়েনের কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না। লাখো জনতাই আমার সেনাবাহিনী।
নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি আশা করি আগামী ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রার্থীর পক্ষেই নারায়ণগঞ্জবাসী গণরায় দেবে। সেদিন নারায়ণগঞ্জ বাসী তাদের অধিকার আদায় করে দেবে। কারণ আমি মনে করি আইভী আর নৌকা কখনো বিচ্ছিন্ন ছিল না, আইভী আর নৌকা একই। নারায়ণগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ সবাই আমার সঙ্গে আছে। আশা করি সামনেও সঙ্গে থাকবে।
মনোনয়ন জমা দানের সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঁচজনের বেশি সঙ্গে আনা যাবে না মর্মে বিধি নিষেধ থাকায় অনেকেকেই সঙ্গে নিয়ে আসিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সোনারগাঁও আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহবায়ক রাফিউর রহমান রাব্বি এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ২২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।24/11/16-pb/ns/-



This post has been seen 279 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১