পাবনায় নিজ বাড়ির ছাদ থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

পাবনায় নিজ বাড়ির ছাদ থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

নিউ সিলেট ডেস্ক : পাবনায় নিজ বাড়ির ছাদ থেকে এক ছাত্রলীগ নেতার গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে জেলা শহরের পৌর এলাকার নারায়ণপুরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে। নিহত শাহেদ হাসান শুভ (৩১) ওই এলাকার আরশেদ আলমের ছেলে। নিহতের পরিবারের দাবি, রাজনীতি ছেড়ে দেওয়ায় হয়ত প্রতিপক্ষের কর্মীরা তাকে হত্যা করেছে।
শুভর বড় ভাই অ্যাডভোকেট সোহেল হাসান জানান, বাড়ির পাশেই শুভকে পরিবারের পক্ষ থেকে রড-সিমেন্টের দোকান করে দেয়া হয়েছিল। প্রতিদিন দোকানের কাজ শেষ করে একটু রাতে বাড়ি ফিরত সে।
তিনি জানান, আজ মঙ্গলবার ভোরে শুভকে নিজ ঘরে না পেয়ে তারা সন্ধান করেন। এক পর্যায়ে বাড়ির ছাদে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
সোহেল দাবি করেন, শুভ এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। পরিবারের চাপে কিছুদিন আগে সে রাজনীতি ছেড়ে দেয়। এরপর দোকান করে দিলে পুরোপুরি ব্যবসায় মন দেয়। রাজনৈতিক কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে শুভকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।pb/ns/-



This post has been seen 438 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১