সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে (কেসিসি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। পরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। এরপর জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমানকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হককে হাত পাখা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে কাস্তে প্রতীক দেওয়া হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক দেওয়ার পর সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তাদের পছন্দের প্রতীক দেওয়া হচ্ছে।
বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান করে নির্বাচনী প্রচারনা শুরু করেন।
এদিকে, আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে এবং ওয়েব সাইট উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারনা শুরু করেন।
প্রধান দু’টি দলসহ পাঁচটি রাজনৈতিক দলের পাঁচ মেয়রপ্রার্থী, সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৪৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৮ জন কাউন্সিলর প্রার্থী আনুষ্ঠানিক ভাবে পাচ্ছেন নির্বাচনী প্রতীক।
প্রতিদিন দুপুর ২টা থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় শুরু হবে মাইকিং, চলবে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত।tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি