সর্বোচ্চ করদাতা ট্যাক্স কার্ড নিলেন তিন ক্রিকেটার

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

সর্বোচ্চ করদাতা ট্যাক্স কার্ড নিলেন তিন ক্রিকেটার

নিউ সিলেট ডেস্ক ::::   ২০১৫-১৬ করবছর সর্বোচ্চ ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের দলপতি মাশরাফি বিন মতুর্জা, ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজে হাতে তাদের হাতে এ কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ।
মাশরাফি বিন মতুর্জা ও তামিম ইকবাল স্বশরীরে উপস্থিত থেকে ট্যাক্স কার্ড গ্রহণ করলেও সাকিব আল হাসানের পক্ষে কার্ড গ্রহণ করেন তার বোন।
‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করে সরকার।tamim20161124200703
প্রকাশিত গেজেট অনুযায়ী, খেলোয়াড়দের মধ্যে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ঢাকা কর অঞ্চল-১ অফিসে কর প্রদান করেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকা কর অঞ্চল-৭ এ কর প্রদান করেন। এছাড়া ক্রিকেট দলপতি মাশরাফি বিন মতুর্জা ঢাকা কর অঞ্চল-১ এ কর প্রদান করেন। sakib20161124200635
ট্যাক্স কার্ডধারীরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, করদাতার সংখ্যা বাড়ানো এবং নাগরিক কর প্রদানে উৎসাহিত করতে সেরা করদাতা হিসেবে ব্যবসায়ীদের পাশাপাশি চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, তরুণ, খেলোয়াড়, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সাংবাদিক, মহিলা চাকরিজীবী, অভিনয় ও কণ্ঠশিল্পীসহ ১৮টি বিভাগে এই কর পুরস্কার প্রদান করা হয়।24/11/16-n24/ns/-



This post has been seen 405 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১