সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে ছিলেন সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার নয় বছরে শাসনামলে দেশে গণতন্ত্র ছিল, মানুষের নিরাপত্তা ছিল, অধিকার ছিল, শান্তি ছিল। দেশে তখন হাজার হাজার কিলোমিটার রাস্তা ঘাট তৈরি হয়েছিল। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ছিল না। আর এখন জাতির একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে।
জাতীয় যুবসংহতির গাজীপুর মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।
হাওলাদার বলেন, ‘আমরা সরকারকে সহযোগীতা করছি। তাদের ভাল কাজে প্রশংসা করছি এবং খারাপ কাজের প্রতিবাদ করি। অতীতে হুসেইন মুহম্মদ এরশাদ বহুবার কারাবরণ করেছেন। এখনো তার মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না।
তিনি বলেন, ‘জাতীয় পার্টি আগামীতে একক ভাবে নির্বাচন করবে। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগামী পহেলা জানুয়ারিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে পূর্ণ শক্তি নিয়ে জাতীয় পার্টি নির্বাচনী কাজে নেমে পড়বে।
এ সময় তিনি মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহবায়ক আলমগীর সিকদার লোটন। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুবসংহতির সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদা।
জাতীয় যুবসংহতি গাজীপুর মহানগর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ বাবুল, আরিফ খাঁন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. জয়নাল আবেদীনসহ আরো অনেকে।24/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি