সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: হলি আর্টিজান, শোলাকিয়া, নাসিরনগর, গোবিন্দগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
আজ সকালে বোচাগঞ্জ কেন্দ্রীয় দুর্গামন্দির ও রামকৃষ্ণ সেবা আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়া, এরশাদ, খালেদা সেই অসাম্প্রদায়িক চেতনা নষ্ট ও ধ্বংস করার জন্য ধারাবাহিকভাবে চক্রান্ত করে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল বলে তাদের সেই চেষ্টা সফল হয়নি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, একাত্তরে অসাম্প্রদায়িক চেতনার যারা বিরোধিতা করেছিল সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার হয়েছে। যারা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর এই চেতনা নষ্ট করার চেষ্টা করেছে, এসব চিহ্নিত সন্ত্রাসী, উগ্রবাদীর বিচারও বাংলার মাটিতে হবে।
তিনি বলেন, কোনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে পারবে না। ত্রিশ লাখ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, জীবন দিয়ে হলেও সেই চেতনা রক্ষা করব। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বীর ভদ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুস সবুর, আওয়ামী নেতা নইম সাহা, আফসার আলী, বিশ্বনাথ দত্ত চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, সুব্রত অধিকারী, দিনাজপুর রামকৃষ্ণ মিশনের প্রধান সেবায়াত প্রমুখ।25/11/16-tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি