জেলা পরিষদ নির্বাচন’আ’লীগের আজ রাতে সিদ্ধান্ত

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

জেলা পরিষদ নির্বাচন’আ’লীগের আজ রাতে সিদ্ধান্ত

নিউ সিলেট ডেস্ক ::::   জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেশের সকল বিভাগে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিষয়ে আজ শুক্রবার রাতেই সিদ্ধান্ত হবে।
ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
শুক্রবার রাতেই সকল বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তক্রমে শুক্রবার রাতে সকল বিভাগের জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম চূড়ান্ত হবে।
শনিবার (২৬ নভেম্বর) প্রার্থীদের নাম সংবাদ সম্মেলনের মাধ্যমে কিংবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান হানিফ।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর ৩ পার্বত্য জেলা (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি) ব্যতিত দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ নভেম্বর নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাচাই ৩ ও ৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১২ ডিসেম্বর। প্রথমবারের মতো দেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সাধারণ জনগণের ভোটাধিকার নেই। জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।25/11/16-tr24/ns/-



This post has been seen 238 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১