ভ‌োটগ্রহণের আগ‌ে নির্বাচন‌ের জানাজা না হয় : রিজভী

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

ভ‌োটগ্রহণের আগ‌ে নির্বাচন‌ের জানাজা না হয় : রিজভী

নিউ সিলেট ডেস্ক ::::  আসন্ন নারায়ণগঞ্জ স‌িটি কর‌পোর‌শেন ন‌ির্বাচন‌ে ভ‌োটগ্রহণের আগ‌েই য‌াত‌ে নির্বাচন‌ের জানাজা অনুষ্ঠিত না হয়, সে জন্য ন‌ির্বাচন কম‌িশন‌ের প্রত‌ি আহ্বান জান‌িয়েছেন ব‌িএন‌পির স‌িনিয়র যুগ্ম মহাসচ‌িব রুহুল কব‌ির রিজভী আহম‌েদ।
অবাধ, সুষ্ঠু ও ন‌িরপ‌েক্ষ ন‌ির্বাচন অনুষ্ঠান‌ের দাব‌ি জান‌িয়ে ত‌িনি বল‌েন, নারায়ণগঞ্জ‌ে চলছ‌ে অস্ত্রের ঝনঝনান‌ি। ন‌ির্বাচন‌ের আগ‌েই স‌েখানকার সব অব‌ৈধ অস্ত্র উদ্ধার করে, ব‌ৈধ ও অব‌ৈধ অস্ত্র জমা ন‌িতে হব‌ে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ফের সেনা মোতায়েনের দাবি জানিয়ে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের প্রার্থী আইভী বলেছেন যে সেখানে সেনা মোতায়েনের দরকার নাই। অথচ বিগত নির্বাচনে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী এবং তার বিপক্ষে যখন আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ছিলেন এবং ভোট কারচুপির আশঙ্কা ছিল তখন তিনি সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। এখন সেটা নাই তাই তিনি প্রয়োজন মনে করছেন না। কারণ নির্বাচনে তার আর সরকারের আক্রমণের ভয় নেই।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর সরকার দলীয় নেতাকর্মীদের হামলারও তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।25/11/16-tr24/ns/-



This post has been seen 244 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১