সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরশেন নির্বাচনে ভোটগ্রহণের আগেই যাতে নির্বাচনের জানাজা অনুষ্ঠিত না হয়, সে জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে চলছে অস্ত্রের ঝনঝনানি। নির্বাচনের আগেই সেখানকার সব অবৈধ অস্ত্র উদ্ধার করে, বৈধ ও অবৈধ অস্ত্র জমা নিতে হবে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ফের সেনা মোতায়েনের দাবি জানিয়ে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের প্রার্থী আইভী বলেছেন যে সেখানে সেনা মোতায়েনের দরকার নাই। অথচ বিগত নির্বাচনে তিনি যখন স্বতন্ত্র প্রার্থী এবং তার বিপক্ষে যখন আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ছিলেন এবং ভোট কারচুপির আশঙ্কা ছিল তখন তিনি সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। এখন সেটা নাই তাই তিনি প্রয়োজন মনে করছেন না। কারণ নির্বাচনে তার আর সরকারের আক্রমণের ভয় নেই।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর সরকার দলীয় নেতাকর্মীদের হামলারও তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।25/11/16-tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি