খালেদার চেয়ার খালি রেখে এতিমদের সঙ্গে বিএনপির ইফতার

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮

খালেদার চেয়ার খালি রেখে এতিমদের সঙ্গে বিএনপির ইফতার

নিউ সিলেট ডেস্ক : প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিন এতিম ও আলেম সঙ্গে ইফতার করেছে বিএনপি। এই আয়োজনে অন্যান্য বছর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থাকলেও এবার তাঁর চেয়ার খালি রেখে এতিম ও আলেম সঙ্গে ইফতার সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকায় এতিমখানা থেকে শিশুরা যোগ দেয়।
৯০ দশকের শুরুর দিকে এতিমখানার নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে খালেদা জিয়ার। সেই থেকে তিনি ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী। গত ১৬ মে আপিল জামিন দিলেও তিনি মুক্ত হতে পারেননি। আর পরদিন আরও দুটি মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ এসেছে।
তবে খালেদা জিয়ার অবর্তমানে ইফতারে মধ্যমণি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমান সময়টাকে ‘কঠিন’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা এক কঠিন সময় পার হচ্ছি। যে সময়টা এ দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত ক্রান্তিকাল একটা সময়।
এই সময়ে যদি অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সাহসের সঙ্গে, বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করে গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে। দেশনেত্রীর মুক্তিকে ছিনিয়ে আনতে হবে। দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, যে জগৎদার পাথর আমাদের ওপর চেপে বসে আছে; এই যে একটা ফ্যাসিবাদী একনায়ক আমাদের ওপর চেপে বসে আছে এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
খালেদা জিয়ার বিষয়ে ফখরুল বলেন, এবারের ইফতার মাহফিল আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে করছি। বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আজকে এই সময়ে তিনি কারাগারে, প্রত্যেক বছর তিনি আমাদের এ ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে এখানে ইফতার করতেন। আজকে তিনি অন্ধকার কারাগারে। একেবারে নির্জনে তিনি আজকে তার প্রথম রমজানের ইফতার করবেন। এটা আমাদের জন্যে, সকলের জন্যে অত্যন্ত মর্মান্তিক। আমরা তাই আল্লাহ তালার কাছে দোয়া চাই, যেন আল্লাহ তালা তাকে অতি দ্রুত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ এই আয়োজনে উপস্থিত ছিলেন।dt/ns/-



This post has been seen 368 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১