সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: নাটোরের লালপুরে একটি মালবাহী ট্রাক পেছন থেকে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের ৫ যাত্রী নিহত ও অন্তত দুই জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ লালপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-উত্তর
লালপুরের তারিক মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ চক দাসপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দিলু ও চক পোদ্দার পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে আবু তাহের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে লালপুর থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রাক দক্ষিণ লালপুর বাজার এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এ সময় আহত হয় আরও ৫ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।25/11/16-tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি