হত্যা, নির্যাতন বন্ধ না হলে লংমার্চ : হেফাজতে ইসলাম

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

হত্যা, নির্যাতন বন্ধ না হলে লংমার্চ : হেফাজতে ইসলাম

নিউ সিলেট ডেস্ক :::::   মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধ না করা হলে টেকনাফ অভিমুখে লংমার্চের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শুক্রবার জুম্মা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আয়োজিত সমাবেশে হেফাজত নেতারা এ হুশিয়ারী দেন।
তারা বলেন, হেফাজত আমীর নির্দেশ দিলে লংমার্চ করবেন তারা। শুধু তাই নয়, মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করা হবে। সমাবেশ ও প্রতিবাদ মিছিলের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি নূর হোসেন কাসেমি।
সমাবেশে সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ওয়াক্কাস বলেন, মিয়ানমারে মুসলমানরা ভেসে আসেনি। মিয়ানমার রোহিঙ্গাদেরই বাসস্থান। আরাকান শাহ সুজার আমলে বিজিত হয়েছিল। সেখানে মুসলমানরাই রাজত্ব করেছে। আজ সেখানে মুসলমানরা মার খাচ্ছে। আজ ওআইসি ব্যর্থ, ব্যর্থ জাতিসংঘ। ব্যর্থ ওআইসি ও জাতিসংঘ ভেঙ্গে দেয়া হোক। মুসলমানদের জন্য মুসলিম জাতিসংঘ গঠন করা হোক।
ঢাকা মহানগরের সেক্রেটারি আবুল হাসনাত তানিম বলেন, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়া। আমরা প্রয়োজনে রক্ত দিবো, নিজেদের মাল দেবো, তবুও রোহিঙ্গা মুসলমানদের এদেশে আশ্রয় দিয়ে নির্যাতন থেকে মুক্ত করার ব্যবস্থা করা হোক। নইলে হেফাজত আমির শাহ আহম্মেদ শফি’র নির্দেশে টেকনাফ অভিমুখে লংমার্চ করা হবে। এজন্য হেফাজত নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
বক্তরা বলেন, সরকার ব্যর্থতার পরিচয় দিলে মুসলমানরা রাস্তায় নামবে। মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। তখন এর দায় সরকার এড়াতে পারবে না।
সমাবেশ শেষে মিছিলে রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় শ্লোগান দেয়া হয়। মিয়ানমারের নেত্রী অং সাং সুচির কুশপুত্তলিকা দাহ করা হয়।25/11/16-n24/ns/-



This post has been seen 474 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১