সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : বিশিষ্টজনদের সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেয়া ইফতারে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ছয়টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারপতি, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা ইফতারে অংশ নেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত এইচ এম এরশাদ ইফতারে যোগ দেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ইফতারে উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর।
ইফতারে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ। মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের দূত জর্জ কোচেরিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইফতারে অংশ নেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ইফতারে অংশ নেন। এছাড়া সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পদস্থ সামরিক ও বেসরমারিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি