সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: পরিবেশের সুরক্ষা বিনষ্টকারী যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশের বিচার বিভাগ সব সময় সচেতন। বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একথা বলেন। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দক্ষিণ এশিয়ার বিচার বিভাগ উচ্চ প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্যে বলেন, পরিবেশের সুরক্ষার বিষয়টি এখন সারা বিশ্বেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইতিবাচক ভূমিকা পালন করছে। বিভিন্ন সময় পরিবেশ রক্ষা সংক্রান্ত মামলা নিস্পত্তি করে কিংবা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের উচ্চ আদালত পরিবেশ রক্ষায় বিভিন্ন আদেশ দিয়েছে। তবে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আইনের সঠিক প্রয়োগ না হয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।
আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধে ও পরিবেশ রক্ষায় গুরুত্বসহকারে কাজ করছে। এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই সচেতন ভূমিকা পালন করতে হবে।
সুপ্রিম কোর্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ আরো পাঁচ দেশের প্রধান বিচারপতি এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, পরিবেশবাদী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবদুল ওহাব মিঞা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এডিবি’র জেনারেল কাউন্সেল ক্রিস্টোফার ইষ্টেফেন্স ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এই সম্মেলনের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বলেন, মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো এরকম সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হলো।25/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি