দশ জেলায় যুবদলের নতুন কমিটি’ ঢাকা মহানগর উত্তর বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

দশ জেলায় যুবদলের নতুন কমিটি’ ঢাকা মহানগর উত্তর বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ

নিউ সিলেট ডেস্ক : দশ জেলায় যুবদলের নতুন কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন। গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল। নতুন কমিটি অনুমোদন দিয়ে নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নতুন জেলা কমিটি সাহসী ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
যেসব জেলায় নতুন কমিটি
চট্টগ্রাম (দক্ষিণ) জেলা কমিটির সভাপতি মো. শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. শওকত ওসমান।
সাতক্ষীরা জেলার সভাপতি আবু জাহিদ ডাবলু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসাদুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলী, সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ।
মেহেরপুর জেলার কমিটির সভাপতি মো. জাহিদুল হক জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো. আবদাল হক, সাধারণ সম্পাদক মো. কাওসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদ মেহেদী হাসান রোকন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক।
কুষ্টিয়া জেলার সভাপতি মো. আল আমিন কানাই, সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিপ্লব।
রাঙামাটি জেলার সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুনবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী।
হবিগঞ্জ জেলার সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সিনিয়র সহ-সভাপতি মো. কহিনুর আলম, সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল।
নোয়াখালী জেলার সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সিনিয়র সহসভাপতি ফজলে এলাহী পলাশ, সহ-সভাপতি আনিছ আহম্মেদ হানিফ, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ সৌখিন।
রাজবাড়ি জেলার সভাপতি আবুল হাসেম সুজন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জায়েদ আল কাউসার।
সিরাজগঞ্জ জেলার সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।
পাবনা জেলার সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ।
গত ১ জুন ঢাকা জেলা ও চট্টগ্রাম মহানগরসহ ৩০টি জেলার আংশিক ও পূর্ণাঙ্গ কমিটি দেয় যুবদল। আংশিক কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ওই কমিটি বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি পণ্ড করে দেয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে মহানগর বিএনপির তিনজন নেতাকর্মীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
বুধবার (৬ জুন) বেলা সোয়া ১১টার দিকে মহানগর উত্তর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা।
নগর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানেরর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ইউনিটের কমিটিকে ‘অবৈধ কমিটি’ হিসেবে আখ্যা দেন তারা।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ‘অবৈধ কমিটি মানি না, মানবো না’, ‘অবৈধ কমিটি বাতিল করো,করতে হবে’, ‘কাইয়ুম-হাসানের কমিটি মানি না, মানবো না’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
অন্যদিকে নগর বিএনপির নতুন কমিটি পদ পাওয়া নেতারা দুপুর ১২টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিভিন্ন শ্লোগান দেন। পরে তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করে আসছে- নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অর্থের বিনিময়ে অনেককে কমিটিতে পদ দিয়েছেন।



This post has been seen 419 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১