টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউ সিলেট ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের চৌলিয়াবাড়ি গ্রামের মৃত জমশের আলীর ছেলে পিকআপ চালক জীবন (২৫), একই জেলার তেঘরা গ্রামের মমিনুলের ছেলে মামুন (২৭), একই গ্রামের হেলপার মুন্না (২৮) ও একই জেলার ভাজনিসা গ্রামের রবির ছেলে কৃষ্ণ (২৮)। দুর্ঘটনার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী সরাতৈল এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক দ্রুত অপসারণ করা হলে যানচলাচল স্বাভাবিক হয়।tr24/ns/-



This post has been seen 402 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১