সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সাংবাদিক, ডাক্তার এবং আইনজীবী এই তিন পেশার মানুষদের ইথিকস মেনে চলতে হবে।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনী মিলনায়তনে দৈনিক জনতার আদালত আয়োজিত এক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, সাংবাদিকতার ইথিকস হলো সত্য-মিথ্যা যাচাই ছাড়া কোন সংবাদ প্রচার না করা। আইনজীবীদের ইথিকস হলো বিপক্ষ দলের কেউ আইনি সহায়তা চাইলে তাকে সহায়তা করা। আর চিকিৎসকের ইথিকস হলো রোগীর সেবা করা।
উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন নববিবাহিত ডাক্তার বাসর রাত উদযাপন করছেন, এমন সময় যদি কোন রোগীর ফোন আসে তবে ওই ডাক্তারকে বাসররাত ফেলে রোগীর চিকিৎসা করতে যেতে হবে।
সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের অর্থনীতিতে আঘাত লাগে এমন কোন খবর প্রচার করা উচিত নয়। কিন্ত আমরা রানাপ্লাজার সময় দেখলাম আমাদের সংবাদমাধ্যমে সেকেন্ডে সেকেন্ডে আপডেট তথ্য প্রচার করছে। রানাপ্লাজা দুর্ঘটনায় অর্থনীতিতে তো আঘাত লাগলোই আর সংবাদমাধ্যমের ভূমিকা তাতে আরও আগুন জ্বালিয়ে দিলো।
সাংবাদমাধ্যমকে শুধু নেতিবাচক সংবাদ প্রচার করলেই হবে না। ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে। রানাপ্লাজা দুর্ঘটনার সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা ছিল না। তারপরও প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের শত শত কোটি টাকা সহায়তা দিয়েছেন।
দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী’র (হক) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, গণমাধ্যমের বদৌলতে যে কোন ঘটনা আমাদের কাছে দ্রুত দৃশ্যমান হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমেই আমরা দেশ-বিদেশের সকল খবরাখবর জানতে পারছি। এই গণমাধ্যমই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সত্যঘটনা আমাদের সামনে তুলে ধরে।25/11/16-tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি