রোহিঙ্গাদের রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

রোহিঙ্গাদের রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক :::::  মিয়ানমার থেকে যে সব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকার আগারগাঁওয়ে পলিটেকনিক্যাল কলেজের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার পরও যারা বাংলাদেশে এসে পড়েছেন তারাও তো মানুষ। আমরা যতদিন পারি তাদের রাখব। তারপর তাদের নিজদেশে ফেরত পাঠানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়েছে। শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধান হবে। একইসঙ্গে রোহিঙ্গারা যেন অবৈধভাবে আর এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে যারা অবস্থান করছেন তাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানানো হবে। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও রোহিঙ্গাদের ফেরত নিতে অনুরোধ করা হবে। তবে ফেরত পাঠানোর বিষয়টি এখনই নয়। কেননা সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে। মানবিক বিষয়টি বিবেচনা করেই মূলত তাদের সহযোগিতার কথা চিন্তা করছে বাংলাদেশ সরকার।25/11/16-pb/ns/-



This post has been seen 232 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১