চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবির সদস্য আটক

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবির সদস্য আটক

নিউ সিলেট ডেস্ক :  জিহাদি বইসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজনকে আটক করেছে র‌্যাব। আটকৃতরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে দাবি র‌্যাব-৫ এর। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপাজেলার চটিগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।
আটক জেএমবি সদস্যরা হলেন- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের মো. বিশারদ আলীর ছেলে হারুন অর রশিদ, দাইপুকুরিয়া চাকলা গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রহমান এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের সামশুদ্দিনের ছেলে মো. গোলাম আজম।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চটিগ্রামের একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা কিছু জিহাদি বই জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা জানা যায়নি। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।dt/ns/-



This post has been seen 407 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১