চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন ১০ জুলাই পর্যন্ত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন ১০ জুলাই পর্যন্ত

নিউ সিলেট ডেস্ক : চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী ১০ জুলাই পর্যন্ত জামিন বাড়িয়েছেন আদালত। আজ বৃহস্পতিবারঢাকার বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার পক্ষের যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় আদালত নতুন তারিখ ঠিক করেন। খালেদা জিয়ার আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ মামলার অন্য আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষের বিদেশে গমন বিষয়ে সময়ের আবেদন মঞ্জুর করেন।
খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া ও জিয়াউর রহমানসহ প্রমুখ। এবং দুদুকের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজন উপস্থিত ছিলেন।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন— খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।pb/ns/-



This post has been seen 348 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১