চীনে ৬.৭ মাত্রার ভূকম্পন, নিহত ১

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

চীনে ৬.৭ মাত্রার ভূকম্পন, নিহত ১

নিউ সিলেট ডেস্ক ::::   চীনে রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তাজিকিস্তান সীমান্তের কাছে এ ভূমিকম্পটি হয়েছে। ঘটনায় অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংস এবং একটি রেলওয়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্যোগ মোকাবিলার জন্য জিনজিয়াং অঞ্চলের উদ্ধারকারী দলকে দুর্গম আক্তো কাউন্টিতে পাঠানো হয়েছে। তাজিকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে চীনের পার্বত্যসীমান্তে এই রাজ্যের অবস্থান।
সিনহুয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে ভূমিকম্পটি হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এই ভূমিকম্পটির মাত্রা নির্ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে জানায়, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭৫ কিলোমিটার গভীরে।
কিন্ত পরবর্তী সময়ে সংস্থাটি এই ভূমিকম্পটির মাত্রা কমিয়ে ৬ দশমিক ৫ মাত্রা নির্ধারণ করে।26/11/16-tr24/ns/-



This post has been seen 324 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১