মানহানির ১১ মামলায় জামিন মাহমুদুর রহমানের

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮

মানহানির ১১ মামলায় জামিন মাহমুদুর রহমানের

নিউ সিলেট ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মানহানির ১১টি মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের বিষয়ে এই আদেশ দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে এ মোহাম্মদ আলী ও ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমীন। ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমীন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে খুন, গুম নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন, যা মানহানিকর।
এ ঘটনায় ওই বছরের ডিসেম্বর ২১ ঢাকা মহানগর হাকিম আদালতসহ সারা দেশের বিভিন্ন আদালতে মোট ৩৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে ইতোপূর্বে তিনি ২২ মামলায় জামিন পেয়েছেন। সোমবার বাকি ১১টিতে তার জামিন মঞ্জুর করা হয়।



This post has been seen 378 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১