আজ জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

আজ জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

নিউ সিলেট ডেস্ক ::::   দীর্ঘ দিন পর জামালপুল জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। জেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, এম এ কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।
সম্মেলনে সভাপতেত্ব করছেন জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম তালুকদার শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপি সম্মেলন কেন্দ্র করে শহরে সাজসাজ রব অবস্থা বিরাজ করছে। ময়মনসিংহ জেলার শেষ প্রান্ত থেকে শুরু করে পুরো জামালপুর শহরে শত শত তোরণ নির্মানসহ রাস্তার দুই পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। জামালপুলের ৭ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাদ্যের তালেতালে সম্মেলনে যোগ দেন। সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনস্থ লোকে লোকারণ্য হয়ে যায়। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, মহিলাদলসহ বিএনপির অঙ্গ দলের নেতাকর্মীরা এতে যোগ দিয়েছেন।
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে শহরের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়। জোহরের নামজের বিরতি ছাড়া নিরবিছিন্নভাবে সম্মেলন চলছে।
ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ঘোষণার ফলে তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ফলে বিএনপির অনেক নেতাকর্মী সম্মেলনে যোগ দিতে পারেননি।26/11/16-tr24/ns/-



This post has been seen 265 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১