সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কাল বৈশাখী ঝড় উঠে গেলে তখন আর ভাবনা-চিন্তা করার কোন সুযোগ থাকবে না। আন্দোলনের ঝড়ে অনেক কিছু তছনছ হয়ে যাবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শনিবার ‘সার্কের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় দুদু এ কথা বলেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ সভার আয়োজন করে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন দেশে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ভোটের দরকার আমরা তাকে কেন বলছি। কাল বৈশাখী ঝড় উঠে গেলে তখন আর ভাবনা চিন্তা করার কোন সুযোগ থাকবে না।
গণতন্ত্রের বিপক্ষে গেলে গত ৪৪ বছরে কার কি পরিণতি হয়েছে, এটা তো আমরা জানি। যদি শাসকদের সে কথা উল্লেখ করি তবে অনেকেই কষ্ট পাবেন, দুঃখ পাবেন, বুঝতে চাইবেন না কেউ কেউ।
দুদু বলেন, সেজন্য গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানে যখন ঝড় উঠে যাবে, আন্দোলনের ঝড়, সেই ঝড়ে অনেক কিছু তছনছ হয়ে যাবে। ফ্যাসিবাদের রক্ষা হবে না। তাই বলি যত তাড়াতাড়ি পারেন গণতন্ত্রে ফিরে আসুন, নির্বাচনে ফিরে আসুন। বিরোধী দলকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা থেকে রেহাই দিন।
ভারতকে অনুসরণ করে বাংলাদেশ পাকিস্তানে সার্ক সম্মেলনে অংশ নেয়নি দাবি করে বিএনপির ভাইস-চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকারকে বলব স্বাধীন দেশের সরকার প্রধানের মতো আচরণ করুন। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো সিদ্ধান্ত নিবেন না। এতে মর্যাদা বাড়বে না।
তিনি বলেন, সরকার সংবিধানের কথা বলে জাতিকে নানা কিছু বুঝ দেওয়ার চেষ্টা করছে। কিন্ত আমরা জানি সংবিধানে ভাল ভাল কথা লেখা রয়েছে। কিন্ত সংবিধান সরকারই মানে না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সার্ককে কার্যকর করতে চায় না। কারণ সার্কের নাম উঠলেই জিয়াউর রহমানের নাম আসে। সরকার জিয়াউর রহমানকে ভয় পায়। সার্ক কার্যকর থাকলে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর এ ধরণের নির্যাতনের ঘটনা ঘটত না।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।26/11/16-tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি