গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

নিউ সিলেট ডেস্ক :::::   ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এতে ট্রাকের সামনে বসে থাকা মা- রুবি বেগম (২৮) ও ছেলে রিফাত (৬) ঘটনাস্থলে নিহত হয়। রুবি বেগমের স্বামী হাসিব মোল্লা(৩৫) মারাত্মক আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গার্মেন্টস শ্রমিক হাসিব মোল্লা ঢাকা থেকে বাসার আসবাবপত্র নিয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাককে পেছন থেকে তাদের বহনকারী ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিবের স্ত্রী ও শিশু সন্তান ঘটনাস্থলেই নিহত হয়। হাসিব এ ঘটনায় আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে রাস্তার পাশে একটি বিলবোর্ড টাংগানো রয়েছে। রাতে কুয়াশা ছিল এই কারণে ড্রাইভার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পায়নি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর ট্রাক রেখে ড্রাইভার পলিয়েছে।26/11/16-tr24/ns/-



This post has been seen 265 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১