আলোকচিত্রী ড. শহিদুলকে ডিভিশন দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮

আলোকচিত্রী ড. শহিদুলকে ডিভিশন দেওয়ার নির্দেশ

নিউ সিলেট ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো শহিদুল আলমকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।
এর আগে শহীদুল আলমের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, নূর উদ্দিন প্রমুখ তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন করেন।
শহিদুল ইসলামের আইনজীবী জায়েদুর রহমান সোমবার এসব তথ্য জানিয়েছেন।
গত ৬ আগস্ট শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে, আগামী ১১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানির তারিখ ধার্য রয়েছে।
গত ৫ আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আল জাজিরা টেলিভিশনে একটি সাক্ষাতকারে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।



This post has been seen 355 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১