সুন্দরবন রক্ষার’ সমাবেশ শুরু

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

সুন্দরবন রক্ষার’ সমাবেশ শুরু

নিউ সিলেট ডেস্ক :::::   রামপাল প্রকল্প বাতিল এবং সুন্দরবন রক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়েছে। বিভিন্ন সংগঠনের বিপ্লবী গান পরিবেশনার মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
তবে সমাবেশে আসতে বাধা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কমিটির পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন স্থানে কমিটির নেতা-কর্মীদের ভয়ভীতিও দেখানো হচ্ছে।
আজকের সমাবেশের সমর্থনে গতকাল দেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ ও মশাল মিছিল করে জাতীয় কমিটি। বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
জাতীয় কমিটি বলেছে, খুলনায় মহাসমাবেশ উপলক্ষে ডাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। ঢাকায় মানববন্ধন থেকে ছাত্র ইউনিয়নের কর্মী দীপক শীল ও মেহেদি হাসান রনিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে জাতীয় কমিটির নেতৃবৃন্দকে হুমকি দেয়া হয়েছে।
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ এক বিবৃতিতে আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সমাবেশে বাধা না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। সেখানে জাতীয় কমিটির নেতারা ছাড়াও দেশের সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দিচ্ছেন। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে।26/11/16-n24/ns/-



This post has been seen 262 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১