বিএনপির প্রস্তাব তুচ্ছ নয় টুইটবার্তায় খালেদা জিয়া

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

বিএনপির প্রস্তাব তুচ্ছ নয় টুইটবার্তায় খালেদা জিয়া

নিউ সিলেট ডেস্ক ::::::  দেশে একতরফা নির্বাচন কমিশন (ইসি) মেনে নেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শনিবার দুপুরে এক টুইটবার্তায় তিনি এ ইঙ্গিত দেন।
টুইটবার্তায় খালেদা জিয়া বলেন, সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, এক তরফা ইসি নয়।
এর আগে গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও শক্তিশালী করতে ২০ দফা প্রস্তাব দেন খালেদা জিয়া। তিনি সার্চ কমিটির বদলে সব দলের সঙ্গে আলোচনা করে মতক্যৈর ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন।
এদিকে, খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে এক সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার প্রস্তাবকে নাকচ করে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব অগ্রহণযোগ্য, অন্তঃসারশূন্য ও হাস্যকর। দেশের সংবিধান অনুযায়ী সার্চ কমিট গঠন করেই গঠন হবে নতুন নির্বাচন কমিশন।26/11/16-pb/ns/-



This post has been seen 255 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১