উইসকনসিন রাজ্যের ভোট পুনঃগণনার আবেদন

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

উইসকনসিন রাজ্যের ভোট পুনঃগণনার আবেদন

নিউ সিলেট ডেস্ক :::::   কাগজে ভোটে এগিয়ে থাকার পরও ইলেকট্রনিক ভোটে পিছিয়ে থাকা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারির ক্লিনটনের প্রচার শিবিরে। যে কারণে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে ভোট পুনঃগণনার দাবিও উঠেছে। এ প্রেক্ষাপটে উইসকনসিন রাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে।
অল্পের জন্য ওই রাজ্যে জয় পাননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। তবে এ বিষয়ে রিপাবলিকান শিবির থেকে এখনও কোনো বক্তব্য আসেনি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন জমা পড়ল । গ্রিন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল স্টেইন এই আবেদন করেন। ডক্টর স্টেইন মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনঃগণনারও অনুরোধ করেছেন।
তবে উইসকনসিনে হিলারি ক্লিনটন জয় পেলেও ট্রাম্পের জয়ের ফলাফল উল্টে দেওয়া সম্ভব হবে না।
এদিকে, ভোট পুনঃগণনার অনুরোধ পেয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে উইসকনসিন ইলেকশন কমিশন । এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানোর কথাও উল্লেখ করেছে কমিশন।
অপরদিকে, ডক্টর স্টেইন একটি টুইট বার্তায় লিখেছেন, আগামি সপ্তায় ভোট পুনঃগণনা শুরু হবে।
এই ভোট গণনার জন্য স্টেইনকে মোটা অংকের ফি দিতে হবে।
যদিও মার্কিন কর্মকর্তারা বলে আসছেন ৮ই নভেম্বরের নির্বাচনে এই তিন স্টেটে কোনো ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি ।
ট্রাম্পের ক্যাম্প থেকে অবশ্য ভোট পুনঃগণনার বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি।
উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ভোটে হ্যাকিং হয়েছে বলে ধারণা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একদল শীর্ষ কম্পিউটার বিজ্ঞানী। তাই পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে ইতোমধ্যে এ তিন রাজ্যের ভোট পুনঃগণনার আহ্বান জানিয়েছেন তারা। এসব অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট ছিল যথাক্রমে ১০, ১৬ ও ২০। প্রতিটিতে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
মিশিগানের ভোটের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি। সূত্র : বিবিসি।26/11/16-pb/ns/-



This post has been seen 309 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১