উবার’কে নিয়মতান্ত্রিক পন্থায় আসতে হবে : কাদের

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

উবার’কে নিয়মতান্ত্রিক পন্থায় আসতে হবে : কাদের

নিউ সিলেট ডেস্ক :::::  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অ্যাপভিত্তিক পরিবহন ব্যবস্থা উবারের বিপক্ষে নই। তবে উবারের মতো আধুনিক এ পরিবহন ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক পন্থায় আসতে হবে।
রাজধানীর বনানীর কাকলী বাসস্ট্যান্ডে শনিবার সকালে জনসচেতনতা সৃষ্টিতে ‘সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনে’ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উবারকে স্বাগত জানিয়ে সেতুমন্ত্রী বলেন, যারা উবার নিয়ে এসেছে, তারা সরকারের কাছে এটি পরিচালনার অনুমতি নেননি। একটি নিয়মের মধ্য দিয়ে এটিকে জনগণের সেবায় আনতে হবে। সরকার এমন ডিজিটাল ব্যবস্থাকে অবশ্যই স্বাগত জানায়। তবে তা নিয়মতান্ত্রিক পন্থায় আসতে হবে।
তিনি বলেন, সড়কে ফ্রি স্টাইলে গাড়ি চালানো যাবে না। যারা মোবাইলে ইয়ার ফোন কানে দিয়ে মধুর গানের সুরে সুরে গাড়ি চালান তাদেরকে সাবধান করা হচ্ছে। তাদের এসব অভ্যাস পরিত্যাগ করতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, একইসঙ্গে পথচারীদের সচেতন হতে হবে রাস্তা পারাপারে। দুর্ঘটনা প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই জান-মালের ক্ষতি রোধ করা সম্ভব।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, মডেল অভিনেতা মনির খান শিমুল, চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ওমর সানি, লিটু আনাম, সঙ্গীতশিল্পী এসআই টুটুল এ সময় উপস্থিত ছিলেন।26/11/16-pb/ns/-



This post has been seen 215 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১