গাইবান্ধার সাঁওতালদের হামলার ঘটনায় এমপিসহ ৩৩ জনের নামে এফআইআর

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

গাইবান্ধার সাঁওতালদের হামলার ঘটনায় এমপিসহ ৩৩ জনের নামে এফআইআর

নিউ সিলেট ডেস্ক ::::  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ, তাদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে হত্যার ঘটনার ২০ দিন পর সাঁওতালদের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার বা এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। এজাহারে গাইবান্ধা-৪ আসনের (গোবিন্দগঞ্জ) সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ ৩৩ জনের নাম ‍উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০/৬০০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৩টার দিকে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষে থমাস হেম্রব্রন বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহারটি দায়ের করেন। থমাস হেম্রব্রনের সঙ্গে মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা পারি, ব্লাষ্ট ও এএলআরডি’র ১০ সদস্যর একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এজাহারে ৩৩ জন নামীয় ও অজ্ঞাতনামা ৫০০/৬০০ জনকে আসামি করা হয়। এরমধ্যে গাইবান্ধা-৪ আসনের (গোবিন্দগঞ্জ) সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল হান্নান, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাকিল আহম্মেদ বুলবুল ও কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম রফিকের নাম রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁওতালদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় ফমাস হ্রেমব্রনের এজাহার নেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মো. নাজমুল আহমেদ এজাহারটি গ্রহণ করেন।
তিনি আরও জানান, এজাহার পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতের নির্দেশে পরবর্তীতে মামলাটি রুজু করা হবে।
এরআগে, ঘটনার ১১ দিন পর ১৬ নভেম্বর ক্ষতিগ্রস্থ সাঁওতালদের পক্ষে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুরের ছেলে স্বপন মুরমু বাদি হয়ে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত পুলিশ ২১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
কিন্ত মামলা দায়ের করার পর গোবিন্দগঞ্জসহ সাঁওতালদের নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সাঁওতালদের ধারণা, বিশেষ প্রভাবশালী মহলের স্বার্থ রক্ষায় তাকে দিয়ে মামলাটি দায়ের করা হয়েছে। এ নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলাসহ গোটা জেলায় তোলপাড় শুরু হয়। এ কারণে ক্ষতিগ্রস্ত সাঁওতালরা মামলার সিন্ধান্ত নেয়।26/11/16-tr24/ns/-



This post has been seen 322 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১