ফেনীতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির ওপর হামলা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

ফেনীতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির ওপর হামলা

নিউ সিলেট ডেস্ক :::::  ফেনীর সোনাগাজীতে সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। এ সময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধিসহ দুই জনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার মতিগঞ্জের কাস্মির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মো. মোহসিন ও প্রকৌশলী গোলাম রাব্বানীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানা পুলিশের ডিউটি অফিসার এস আই ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাইক্লোন সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান এসএসএআই জয়েন্ট বেঞ্চারের সত্ত্বধিকারী প্রকৌশলী দিপংকর বণিক অভিযোগ করেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবাধনে সাইক্লোন সেন্টারটি নির্মাণ কাজের শুরুতে স্থানীয় স্বতন্ত্র এমপি রহিম উল্যাহ নির্দিষ্ট অংকের টাকা দাবি করেছিলেন । পরবর্তীতে উক্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উদ্ভোধন করার পর তিনি পুনরায় নিজে সাইক্লোন সেন্টারটি উদ্বোধন করার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় ওই সংসদ সদস্য দলবল নিয়ে এই হামলা চালায়। এতে বিশ্ব ব্যাংক প্রতিনিধি ও এই কাজে নিয়োজিত সুপার ভাইজার প্রকৌশলীসহ বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে সাইক্লোন সেন্টারটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ হামলার বিষয় অস্বীকার করে বলেন, নিম্নমানের নির্মাণ সমগ্রী দিয়ে সাইক্লোন সেন্টারটি নির্মাণ করার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় শনিবার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নির্মাণকারী প্রতিষ্ঠানের ম্যানাজার রতন বনিক জানান, এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় সাতটি সাইক্লোন সেন্টার নির্মাণের কাজ চলছে।26/11/16-n24/ns/-



This post has been seen 364 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১