সাংবাদিক নদী হত্যা‘ আসামি মিলন গ্রেফতার

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

সাংবাদিক নদী হত্যা‘ আসামি মিলন গ্রেফতার

নিউ সিলেট ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে র‌্যাবের পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। পরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কামান্ডার মো. রুহুল আমিনও মিলনকে গ্রেফতারের তথ্য জানান। মিলন পাবনা পৌরসভার গোপালপুরের মৃত আব্দুর রহিমের ছেলে। এর আগে এই মামলার আরেক আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।
র‍্যাব কর্মকর্তা রুহুল আমিন জানান, শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্ণা নদীর প্রাক্তন শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যালের (ইউনানী) ব্যবস্থাপক। এ বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, র‌্যাবের পক্ষ থেকে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাতে পাবনা পৌরসভার রাধানগর মহল্লায় ভাড়া বাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত নদীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২৯ আগস্ট পাবনা সদর থানায় মামলা করেন নদীর মা মর্জিনা বেগম। এতে ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানী) ও শিমলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, তার ছেলে ও নদীর সাবেক স্বামী রাজীব হোসেন এবং তাদের অফিস সহকারী শামসুজ্জামানের নাম উল্লেখসহ অজ্ঞাত আট-নয়জনকে আসামি করা হয়।



This post has been seen 488 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১