নিজেদের মাঠে গিজনের বিপক্ষে রাতে নামবে রিয়াল

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

নিজেদের মাঠে গিজনের বিপক্ষে রাতে নামবে রিয়াল

নিউ সিলেট ডেস্ক :::::  লা লিগায় শনিবার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্পোর্টিং গিজনের। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে।
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গিজনের বিপক্ষে দলে থাকছেন না রিয়ালের তারকা গ্যারেথ বেল। তিনি গত ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার ফলে ছিটকে পড়েছেন।
নিজেদের সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল। একটি ম্যাচে ড্র করে জিনেদিন জিদানের শিষ্যরা। অপরদিকে নিজেদের সবশেষ ৫ ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি গিজন। তিনটি ম্যাচে হারের পাশাপাশি দুটি ম্যাচে ড্র করেছে দলটি।
এ দু’দলের মুখোমুখি শেষ ৫ বারের দেখায় রিয়ালের জয়ের পাল্লাই ভারি। তিনটি ম্যাচে জিতেছে রিয়াল। বাকি দুটির একটি ড্র ও একটি ম্যাচে পরাজিত হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
২০১১ সালে এপ্রিলে সর্বশেষ রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় পায় গিজন। রিয়ালের সঙ্গে মুখোমুখি ১৪ বারের দেখায় ওই একবারই জয় পেয়েছে দুর্বল দলটি।
এবারের আসরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রিয়াল। লিগের ২৪ ম্যাচে এখনও অব্দি হারের দেখা পায়নি দলটি। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে জিদানের দল। অপরদিকে শেষ ৯ ম্যাচের কোনোটিতেই জিতেনি গিজন। তারা টেবিলের ১৮তম স্থানে রয়েছে।26/11/16-tr24/ns/-



This post has been seen 447 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১