প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে : রেলমন্ত্রী

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে : রেলমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক ::::   রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যারা কর দেয় তারা জনগণ ও রাষ্ট্রের সেবা করে। এ কারণে বাংলাদেশ এখন উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে।
শনিবার দুপুরে কর-অঞ্চল কুমিল্লার আয়োজনে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি হোটেলে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।
তিনি বলেন, খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন। এ জন্য করদাতাদের বিরাট অবদান রয়েছে। তারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কর-অঞ্চল কুমিল্লার কমিশনার সামস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ৬টি জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশিদ, কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. আবদুস সোবহান প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন কর-অঞ্চল কুমিল্লার উপ-কর কমিশনার বাপন চন্দ্র দাস। এছাড়াও ৬টি জেলার কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় দীর্ঘ মেয়াদী করদাতা, সর্বোচ্চ করদাতা, মহিলা করদাতা, তরুণ করদাতাসহ ৬ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।26/11/16-n24/ns/-



This post has been seen 254 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১