সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: গত তিন বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে ফিলিপাইনে। টাইফুন ‘হাইমা’-এর আঘাতে দেশোটিতে ১২ জন নিহত হয়েছে। ধান ও ভুট্টার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টাইফুনটি হংকং-এর দিকে অগ্রসর হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার ফিলিপাইনের কর্তৃপক্ষরা জানান, ঝড়ে শস্য ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে কয়েক হাজার একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জাতীয় দুর্যোগ, ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান রিকার্ডো জালাদ জানান, বিভিন্ন প্রদেশ কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুসারে, নিহত ব্যক্তিদের মধ্যে আটজন করডিলেরা অঞ্চলের।
কাগায়ান প্রদেশের গভর্নর ম্যানুয়েল মামবা বেতারে দেয়া সাক্ষাৎকারে বলেন, গত বুধবার দিবাগত রাতে ২২৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়। এতে ৫০ থেকে ৬০ হাজার হেক্টর জমির ধান প্লাবিত হয়েছে। ২০১৩ সালে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাইয়ানের’ আঘাতে কমপক্ষে ৬ হাজার লোকের প্রাণহানি ঘটে। বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
দেশটির ওয়েবসাইটে বলা হয়েছে, এখনকার আবহাওয়া পরিস্থিতি অনুসারে ‘হাইমা’ আজ শুক্রবার দুপুরের দিকে হংকংয়ের কাছাকাছি থাকবে। এটি সেখানে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি