ইভিএম রেখে আরপিও সংশোধন আইন মন্ত্রীসভায় অনুমোদন

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

ইভিএম রেখে আরপিও সংশোধন আইন মন্ত্রীসভায় অনুমোদন

নিউ সিলেট ডেস্ক : আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, আইনটি সংসদে পাস হলে জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা যাবে। সংসদে পাস না হলেও রাষ্ট্রপতির ক্ষমতাবলে অধ্যাদেশ দ্বারা এ আইনের মাধ্যমে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন। আইনের ধারা ২ এ ইভিএমের বিষয়টি সংযোজন করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে বলা হয়েছে, ইভিএম মেশিনের সঙ্গে ইন্টারনেটের কোনো সংযোগ থাকবে না। ফলে হ্যাক করে মেশিনকে প্রভাবিত করার কোনো সুযোগ থাকবে না।
উল্লেখ্য, সোমবারই শেষ করতে হচ্ছে দশম জাতীয় সংসদের ২৩তম ও শেষ অধিবেশন। ধারণা করা হচ্ছে, আজই হয়তো আইনটি পাসের জন্য সংসদে তোলা হবে।



This post has been seen 282 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১