ব্যারিস্টার মইনুলকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

ব্যারিস্টার মইনুলকে ডিভিশন দিতে হাইকোর্টের নির্দেশ

নিউ সিলেট ডেস্ক : মানহানির মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণির বন্দি-সুবিধা তথা ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিন হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
মইনুলের পক্ষে আদালতে শুনানি করেন দুই আইনজীবী কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন।
কারাগারে মইনুলের ডিভিশন (প্রথম শ্রেণির বন্দি-সুবিধা) চেয়ে গতকাল রোববার সকালে হাইকোর্টে আবেদনটি করা হয়।
গত ২৩ অক্টোবর মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে তিনি সাধারণ বন্দি হিসেবে আছেন।
গত ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে রংপুরে করা মানহানির মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। আটকের পর পরই মইনুলকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তাকে সেখানে জিজ্ঞাসাবাদও করা হয়।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বেসরকারি একাত্তর টেলিভিশনের টক-শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে মইনুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুরে মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া। তিনি রংপুর নগরীর মুলাটোল মহল্লার বাসিন্দা।
রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আইনুল হোসেন। আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা মামলাটি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে রাতেই তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় বিভিন্ন জেলায় আরো কয়েকটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।



This post has been seen 350 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১