সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। একইসঙ্গে ফ্রন্টের পক্ষে জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ‘প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির দক্ষিণ হলে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ এর সদস্য সচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ ঘোষণা দেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকার ও আওয়ামী লীগের অধীনস্থ সংগঠন। আজকে দুদক এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে। আমরা হতবাক হয়েছি, সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার আবেদন খারিজ হওয়ার কিছুক্ষণ পরই বিচারিক আদালতের রায় শুরু হয়ে গেল। কী যোগাযোগ! বিচার বিভাগে এটা নজীরবিহীন। এ রায়ের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে নতুন নজির স্থাপন হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া ফরমায়েশি রায়, দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাজা বাতিল, তাদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার, ব্যারিস্টার মইনুল হোসেনসহ সব জাতীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার দেশের সব আইনজীবী সমিতিতে ‘প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল’ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে চ্যারিটেবল মামলার রায় নিয়ে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়া হাইকোর্টে বিচার পাননি। আপিল বিভাগেও বিচার পেলাম না। আজকের (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা) রায় ফরমায়েশি। সারাদেশের মানুষও ঘৃণাভরে এ রায় প্রত্যাখ্যান করছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই।
তিনি আরও বলেন, আজকে আপিল বিভাগ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন। খারিজ হলেও রায়ে অনেক বিষয় থাকে। কিন্তু সেটা না দেখেই আজকে আদালত (বিচারিক আদালত) খালেদা জিয়াকে সাত বছর সাজা দিয়েছেন। এটা দুঃখজনক।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট। এসময় ফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমানসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি