নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে : কমিশনার শাহাদাত

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮

নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে : কমিশনার শাহাদাত

নিউ সিলেট ডেস্ক : আসন্ন একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে দেড় ঘণ্টার কমিশন বৈঠকে এ তারিখ ঠিক করা হয়। বৈঠক থেকে বেরিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বললেন, (তফসিলের জন্য) অপেক্ষা করুন। সিইসির ভাষণ রেকর্ডিং চলছে। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিইসির কক্ষে এ সভা হয়।
এতে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিটিভি ও বেতারের রেকর্ডিং টিম প্রবেশ করে সিইসির কক্ষে। যাবতীয় প্রস্তুতি শেষে ভাষণ রেকর্ডিংয়ের কাজ চলে। এতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থান করছেন।
সবার ঐক্যমতের ভিত্তিতে তফসিল চূড়ান্ত করে বৈঠক শেষ হল কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, এভরিথিং ইজ ফাইন। জাস্ট ওয়েট।



This post has been seen 283 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১