নির্বাচন আর পেছানোর কোনো উপায় নেই: সিইসি

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

নির্বাচন আর পেছানোর কোনো উপায় নেই: সিইসি

নিউ সিলেট ডেস্ক : নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন আর পেছানোর কোনো উপায় নেই। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। এটা একেবারে কমপ্যাকট টাইম। এই তারিখকে সামনে রেখে কাজ করে যেতে হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় সিইসি এ কথা বলেন।
সিইসি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থী ও দলকে প্রতিপক্ষ হিসেবে নেবেন না। আইনের মধ্য থেকে তাঁদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের কোনো কাজ যেন ভোটারদের মনে সন্দেহের সৃষ্টি না করে।
এ সময় নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, বিভিন্ন জেলা থেকে আসা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে ভোটের তারিখ এক সপ্তাহ পিছিয়ে নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ভোট গ্রহণ আগামী ৩০ ডিসেম্বর। আগে এই তারিখ ছিল ২৩ ডিসেম্বর। গতকাল সকালে নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।



This post has been seen 358 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১